গান শুনে ফেরা হলো না রাজন ও মুক্তার

ম্যাপ

গান শুনে ফেরা হলো না রাজন ও মুক্তার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জামালপুর পৌরসভার দেড়শ’ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শুনতে গিয়েছিলেন রাজন (২৭) ও মুক্তা (২৬)। কিন্তু ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এ দুই যুবক। জামালপুর সদর উপজেলার রশিদপুর ব্রিজের কাছে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিবারে এখন চলছে শোকের মাতম।

নিহত রাজন জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখীরপাড়ার রেহান আলীর ছেলে এবং মুক্তা একই গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

নিহতদের স্বজনরা জানান, জামালপুর পৌরসভার দেড়শ’ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনার জন্য বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজন এবং মুক্তা জামালপুর শহরে যান। রাত ১২টায় অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে রশিদপুর ব্রিজের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

এসময় মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। ভোরে স্থানীয়রা রাস্তার পাশে রাজন এবং মুক্তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।  

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজন এবং মুক্তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসাপাতাল মর্গে পাঠায়।

সম্পর্কিত খবর