জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী

নিউজ ২৪ ডেস্ক

জামালপুরে ক্রমেই বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। কয়েকদিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বেড়ে জামালপুরে সৃষ্ট বন্যা মারাত্মক অবনতির পথে। উপজেলার বাহাদুরাবাদ, চিকাজানী ও চুকাইবাড়ি ইউনিয়নের ৫০টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

রবিবার সকালে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৬৪ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো পানি।

ক্লাসরুমে পানি ঢোকায় বন্ধ হয়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন জানিয়েছেন, বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি রয়েছে। বন্যা দুর্গত ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার স্থানীয় প্রশাসন ও ইউপি চেয়ারম্যানদের  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রও প্রস্তুত রয়েছে।

সম্পর্কিত খবর