প্রশ্নফাঁসের প্রমাণ মিলেছে

ফাইল ছবি

প্রশ্নফাঁসের প্রমাণ মিলেছে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এসএসসি’র প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছে পরীক্ষা মূল্যায়ন কমিটি। কোনটির আংশিক ও একটির পুরোপুরি প্রশ্নফাঁস হয়েছে। এসব মূল্যায়ন করে ২৬ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেবে কমিটি।

প্রশ্ন ফাঁসের অভিযোগ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই কমিটির দ্বিতীয় সভা শেষে কমিটির প্রধান কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর এ কথা জানান।

রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে কমিটির দ্বিতীয় সভা হয়।  

আলমগীর বলেন, প্রশ্নপত্র কখন আউট হয়েছে, পত্র-পত্রিকায় এসেছে- সেটা আমাদের মেলাতে হবে। আমরা মিলিয়ে দেখব। ২৫ তারিখে বসে বাকি যে কয়টা আছে সেগুলো দেখে ফাঁস হওয়ার যে অভিযোগ আছে সে প্রশ্নগুলো নেব।

পরীক্ষায় যে প্রশ্ন হয়েছে সেটা দেখব। দেখে ঠিক করব।
 
যেমন অংক দেখলাম, ফেসবুকে তারা বলেছে চার সেটই ফাঁস করলাম। আমরা মিলিয়ে দেখলাম একটিও মেলেনি। কিন্তু আবার ইংরেজির দেখলাম কিছু মিল পেয়েছি।  
 
এ পর্যন্ত ফাঁসের প্রমাণ পাওয়া গেছে কি না- জানতে চাইলে সচিব বলেন, আংশিক তো আছেই। কিছু কিছু আংশিক আছে, কিছু পুরোপুরি।
 
সচিব বলেন, কিছু কিছু তো সরাসরি, হুবহু মিলে গেছে। সেটা কেন আমরা সাজেশন মনে করব।
 
আলমগীর বলেন, যদি দেখা যায় প্রশ্ন হুবহু মিলে গেছে তাহলে বাতিল হবে।  

সম্পর্কিত খবর