তৃতীয় বিয়ে সারলেন ইমরান খান

তৃতীয় বিয়ে সারলেন ইমরান খান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে সব গুঞ্জনের ইতি টেনে তিন নম্বর বিয়েটা সেরে ফেললেন সাবেক ক্রিকেটার ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।

রবিবার, লাহোরে ছিমছাম অনুষ্ঠানের মাধ্যমেই দীর্ঘদিনের বন্ধু তথা ধর্মগুরু বুশরা মানেকাকে বিয়ে করেন ইমারন। তাঁর দল পাকিস্তান তারেক-ই-ইনসাফ (পিটিআই) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

পিটিআইয়ের মুখপাত্র ফওয়াদ চৌধুরি জানিয়েছেন, কনে বুশার ভাইয়ের বাড়িতে বিয়ে হয় ৬৫ বছর বয়সী প্রাক্তন ক্রিকেট তারকার। ইমরান এবং তাঁর দলের ঘনিষ্ঠ কয়েক জন এবং কনের আত্মীয়রা উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। তবে ইমরানের বোন বিয়েতে আসেননি। সাদামাটা আয়োজনেই এই বিয়ে হবে বলে আগে থেকেই জানিয়েছিলেন ইমরান, এমনটাই মত তাঁর ঘনিষ্ঠ সূত্রের।

এদিকে ইমরানের নতুন স্ত্রী বুশরা মানেকা পাঞ্জাব প্রদেশের পাকপাত্তান জেলার একজন শ্রদ্ধেয় ‘পীর’ বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।  

পাত্রী চল্লিশোর্ধ বুশরা পাঞ্জাবের ওয়াত্তো বংশের নারী। মানেকা ওই বংশের একটি উপ-বংশ বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে। তিনিও এর আগে বিয়ে করেছিলেন।

ইসলামাবাদের জ্যেষ্ঠ কাস্টম কর্মকর্তা খাওয়ার ফরিদ মানেকাকে বিয়ে করেছিলেন বুশরা। সম্প্রতি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।  

পাঁচ সন্তানের জননী বুশরাকে এর আগে নিজের ‘আধ্যাত্মিক পরামর্শদাতা’ হিসেবে উল্লেখ করেছিলেন ইমরান।

প্রসঙ্গত, ইমরান খানের তৃতীয় বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল। এমনকী দেশ জুড়ে সমালোচিত হন ইমরান। তবে, টুইটে ইমরান জানিয়েছিলেন, ব্যাঙ্ক লুঠ করছি না, দেশের কোনও ক্ষতি করছি না, করছি তো শুধু একটা বিয়ে।  

পিটিআই-র প্রধান প্রথম বিয়ে করেন ১৯৯৫ সালে। এক ব্রিটিশ কোটিপতির মেয়ে জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেন তিনি। তাঁদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে ২০০৪-এ। ফের পাক বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক রেহাম খানকে বিয়ে করেন ইমরান। বছর গড়াতে না গড়াতেই সে সম্পর্কেও বিচ্ছেদ ঘটে।

সম্পর্কিত খবর