ম্যাচ হেরে দর্শককে ঘুষি আগুয়েরোর

সংগৃহীত ছবি

ম্যাচ হেরে দর্শককে ঘুষি আগুয়েরোর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ম্যাচ হেরে মেজাজ সামলাতে পারলেন না ম্যানচেস্টার সিটির সবচেয়ে বড় তারকা সার্জিও আগুয়েরো। ঘুষি মেরে বসলেন প্রতিপক্ষ দলের এক সমর্থককে। এ নিয়ে এখন তুমুল সমালোচনা চলছে ক্রীড়াঙ্গনে।

২০০৪-০৫ মৌসুমে ইংলিশ এফএ কাপে ওল্ডহ্যামের কাছে ১-০ গোলে হারতে হয়েছিল ম্যানসিটিকে।

সেবার আসরের তৃতীয় রাউন্ড থেকেই বাদ পড়তে হয়েছিল তাদের। ১৩ বছর পর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আগেই ছিটকে গেল ম্যানসিটি।

সোমবার উইগান অ্যাটলেটিকসের মাঠ ডিডব্লিউ স্টেডিয়ামে ১-০ গোলে হারতে হয়েছে পেপ গার্দিওলার শিষ্যদের।  

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে দু’দল।

কিন্তু, ১ গোলে পিছিয়ে থাকা ম্যানসিটি আর নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। আকস্মিক জয়ে স্লোগান দিতে দিতে মাঠে নেমে আসে বিজয়ী দলের সমর্থকরা। কেউ কেউ ম্যানসিটির খেলোয়াড়দের কাছে গিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় উইগানের এক দর্শকের গায়ে হাত তুলে বসেন আগুয়েরো।

ভিডিও ফুটেজে দেখা যায়, ওই দর্শক হেটে যাবার সময় আর্জেন্টাইন তারকার পাশে গেলে তাকে ঘুষি মারা হয়। এতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনায় পড়েছেন আগুয়েরো।  

এর আগে ম্যানসিটির ইংলিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফ লাল কার্ড দেখে মাঠে ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি। এতে উইগান আরও চাপে রেখে পাল্টা আক্রমণ করতে থাকে। ম্যাচের ৭৯ মিনিটে উইগানের পক্ষে একমাত্র গোলটি করেন উইল গ্রিগ। চলতি এফএ কাপের ৭ গোল নিয়ে শীর্ষ গোলদাতার কৃতিত্ব এ আইরিশ মিডফিল্ডারের।

সম্পর্কিত খবর