দানবাক্সের টাকা যায় কোথায়? (ভিডিও)

দানবাক্সের টাকা যায় কোথায়? (ভিডিও)

আশিকুর রহমান শ্রাবন

গাছে ঝুলছে দানবাক্স। বিদ্যুতের খুঁটিতে দানবাক্স। রেলস্টেশন, বাসস্টেশন, লঞ্চ টার্মিনালসহ অলিগলিতে দানবাক্স। এসব বাক্সের গায়ে লেখা বিভিন্ন পীরের নাম।

মনে ভক্তি নিয়ে বিভিন্ন নিয়ত করে দানবাক্সে মুক্তহস্তে দান করছেন মানুষ। দান করতে পেরে মনে শান্তি নিয়ে ফিরে যাচ্ছেন গন্তব্যে। আবার চলাচলের পথে অনেক স্থানে দেখা যায় টেবিল-চেয়ার নিয়ে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বা পীরের নামে চাঁদা তুলছেন কিছু মানুষ। বাস, প্রাইভেটকারের জানালায় গিয়ে উঁচিয়ে ধরছেন চাঁদা তোলার রশিদ বই।
তাদের কথায় মন নরম হলে কেউ দিচ্ছেন হাত খুলে, কেউ দিচ্ছেন না। এই দেওয়া-না দেওয়ার মাঝেই প্রতিদিন এক একটি দানবাক্সে জমে যাচ্ছে হাজার হাজার টাকা। কিন্তু, কোথায় যাচ্ছে এই টাকা তা হয়তো কেউ খতিয়ে দেখছেন না। আসলেই কি এই টাকা কোন মসজিদ-মাদ্রাসার উন্নয়নে যাচ্ছে? আসলেই কি এই টাকা কোন এতিমখানায় এতিমদের জন্য যাচ্ছে?  এসবের অধিকাংশই চলে যাচ্ছে প্রতারক চক্রের পকেটে। ভাগ যাচ্ছে এমন সব জায়গায় যা সাধারণ মানুষের চিন্তায়ও হয়ত কখনো আসবে না। টিম আন্ডারকাভারের প্রতিবেদনে দেখুন সেই প্রতারণা-

সম্পর্কিত খবর

এই বিভাগের পাঠকপ্রিয়