এখনো চলছে রোহিঙ্গা অনুপ্রবেশ

ফাইল ছবি

এখনো চলছে রোহিঙ্গা অনুপ্রবেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে দফায় দফায় বৈঠকের মধ্যেও চলমান রয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। আজ বুধবার ভোররাতে ও সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ও বিভিন্ন পয়েন্টদিয়ে ১৭ পরিবারে ৬৩ জন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।

টেকনাফের সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, বুধবার সকাল হতে সন্ধা ৫টা পর্যন্ত নতুন করে এসেছে ১৭টি পরিবারের ৬৩ জন রোহিঙ্গা। এই রোহিঙ্গাদের প্রথমে সেনাবাহিনীর হারিয়াখালী ত্রাণ কেন্দ্রে নেওয়া হয়।

এরপর মানবিক সহায়তা ও প্রতিটি পরিবারকে চাল, ডাল, সুজি, চিনি, তেল, লবণের একটি করে বস্তা দিয়ে গাড়ি যোগে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে। কোনোভাবে রোহিঙ্গা আসা বন্ধ করা যাচ্ছে না।

সম্পর্কিত খবর