ভারতের ৬ সুন্দরী কোটিপতি কন্যা

সংগৃহীত ছবি

ভারতের ৬ সুন্দরী কোটিপতি কন্যা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কোটিপতি বাবাদের কোটিপতি কন্যা। উত্তরাধীকার সূত্রেই শুধু নয়, নিজেরাও স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ব্যাংকার, কেউ উদ্যোক্তা, কেউ আবার বাবার ব্যবসা দেখছেন। শুধু গুণেই নয়, কেউ রূপেও তারা অনন্য।

রইলো ভারতের এমন ছয় কোটিপতি সুন্দরীর কথা-

news24bd.tv
ইশা অাম্বানি: মুকেশ অাম্বানি ও নীতা অাম্বানির মেয়ে। সম্প্রতি সংবাদের শিরোনামে আসেন আইপিএল নিলামে তাঁর অংশগ্রহণের জন্য। সাইকোলজি অ্যান্ড সাউথ এশিয়ান স্টাডিজ-এ স্নাতক ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে। একটি সূত্রের মতে, ইশা একাই ৭৬৫ কোটি টাকার সম্পত্তির মালিক।

ছবি: ইশা অাম্বানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।

news24bd.tv

অনন্যা বিড়লা: আদিত্য় বিড়লা গ্রুপের কর্ণধার কুমারমঙ্গলম বিড়লার মেয়ে। ৪০,৬৮৭ কোটি টাকার ব্যক্তিগত সম্পত্তির অন্যতম উত্তরাধিকারী অনন্যা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক একজন গায়িকা। গ্রামীণ নারীদের জন্য খুলেছেন ‘স্বতন্ত্র মাইক্রোফিনান্স কোম্পানি’। ছবি: অনন্যা বিড়লার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।

news24bd.tv

যশস্বিনী জিন্ডাল: শিল্পপতি ও রাজনীতিক নবীন জিন্ডালের মেয়ে। আট বছর বয়স থেকেই মা শল্লু জিন্ডালের কাছে তালিম নিয়েছেন কুচিপুড়ি নৃত্যের। সদ্য ১৯ বছরে পা রেখেছেন সুন্দরী। ২০১৬-র একটি সূত্র অনুযায়ী পারিবারিক মোট সম্পত্তিমূল্য ৫.১ বিলিয়ন মার্কিন ডলার। ছবি: যশস্বিনী জিন্ডালের ফেসবুক প্রোফাইল থেকে।

news24bd.tv

রাধা কাপূর: ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা ও কর্ণধার রানা কাপূরের মেয়ে। রাধা নিজে একজন উদ্যোক্তা। তাঁর কোম্পানির নাম ডুইট ক্রিয়েশনস। গত বছরই বিয়ে করেছেন দিল্লির ব্যবসায়ী রবি খান্নার ছেলে আদিত্যকে। তাঁর বাবার ১.২৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পত্তির অন্যতম উত্তরাধিকারী রাধা। ছবি: রাধা কাপূরের টুইটার থেকে।

news24bd.tv

রাখি কাপূর: ইয়েস ব্যাঙ্ক প্রতিষ্ঠাতা রানা কাপূরের আরেক মেয়ে এবং ইয়েস ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর। বিয়ে করেছেন ব্যবসায়ী অল্কেশ ট্যানডনকে। পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করে বেশ কিছুদিন বিদেশে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হিসেবে চাকরি করেছেন। শোনা যায় তাঁর সম্পত্তির পরিমান ৫,৩১৫ কোটি টাকা। ছবি: রাখি কাপূরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।

news24bd.tv

পিয়া সিংহ: ডিএলএফ চেয়ারম্যান কে পি সিংহের মেয়ে। দীর্ঘদিন কোম্পানির ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ থেকে নন-এগজিকিউটিভ বোর্ড সদস্য। দেশে মল-মাল্টিপ্লেক্স কালচারের সূত্রপাত তাঁর হাত ধরেই, এমনটাই শোনা যায় রিয়েল এস্টেট সেক্টরে। বাবার ৬.৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পত্তির অন্যতম উত্তরাধিকারী তিনি। ছবি: দ্য গ্রেট ইন্ডিয়ান-এর ফেসবুক পেজ থেকে।

সম্পর্কিত খবর