রোহিঙ্গাদের দেখতে যাচ্ছেন নোবেলজয়ী তিন নারী

সংগৃহীত ছবি

রোহিঙ্গাদের দেখতে যাচ্ছেন নোবেলজয়ী তিন নারী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি দেখতে আজ রোববার কক্সবাজারে শরণার্থী শিবিরে যাচ্ছেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী তিন নারী। তারা হলেন নোবেলজয়ী ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও উত্তর আয়ারল্যান্ডের মারেইড ম্যাগুয়ার।

এদের মধ্যে তাওয়াক্কুল কারমান ও মারেইড ম্যাগুয়ার শনিবারই বাংলাদেশে পৌঁছে গেছেন বলে জানিয়েছে বাংলাদেশে তাদের সফরের সহআয়োজক 'নারীপক্ষ'।

নোবেল ওমেন্স ইনিশিয়েটিভের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারে সর্বশেষ সেনা অভিযানের ছয় মাস পূর্তি হবে রোববার।

আর ঠিক এমন সময়ই এই তিন নারী নোবেলজয়ী বাংলাদেশ সফর করছেন। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের ক্যাম্পগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারীদের পরিস্থিতি নিজের চোখে দেখবেন তারা।

শান্তিতে নোবেলজয়ী এই তিন নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শান্তিতে নোবেলজয়ী নারীদের সংগঠন নোবেল ওমেন্স ইনিশিয়েটিভ বাংলাদেশে নারীপক্ষের সঙ্গে মিলে কার্যক্রম চালায়।

  

গত বছর মিয়ানমারে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। নতুন-পুরনো মিলিয়ে এখন বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে।

সম্পর্কিত খবর