চট্টগ্রামে চাঁদাবাজি, স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সংগৃহীত ছবি

চট্টগ্রামে চাঁদাবাজি, স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চাঁদাবাজির অভিযোগে মামলায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে চট্টগ্রামের সাগরিকা ও মুরাদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য দেবাশীষ নাথ দেবু (৪৮) ও এটিএম মঞ্জুরুল ইসলাম ওরফে রতন (৫০)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

জানিয়েছেন, শুক্রবার রাতে মামলাটি দায়ের করা হয়। মামলায় দেবু ও রতনসহ ছয়জনকে আসামি করা হয়েছে। অপর আসামিদের ধরতেও অভিযান চলছে।

মামলায় বলা হয়, নগরীর ষোলশহর ২ নম্বর গেইটের পেছনে প্রবাসী বন্ধন নাথের নয় গণ্ডা (৫৪ শতাংশ) জমি রয়েছে।

সেখানে বাড়ি নির্মাণের জন্য ২০১৬ সালে আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ডিজাইন সোর্স লিমিটেডের সঙ্গে চুক্তি করেন তিনি।

নির্মাণে হাত দিতেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ওই দুই নেতা এক কোটি টাকা চাঁদা দাবি করেন। তা দিতে না চাইলে দেবু ও রতনসহ অন্যরা ওই প্রবাসীকে মারধর করে পিঠে গুলি করে। ২০১৬র’ ১০ ফেব্রুয়ারি নির্মাতা প্রতিষ্ঠান বন্ধনের পক্ষে পাঁচটি চেকের মাধ্যমে আসামিদের ৭০ লাখ টাকা দেয়া হয়। পরে আবাসন নির্মাতা প্রতিষ্ঠানকে ওই টাকা পরিশোধ করেন বন্ধন নাথ। গত ২ ফেব্রুয়ারি আসামিরা ফের ৩০ লাখ টাকা দাবি করে।

সম্পর্কিত খবর