চমেক হাসপাতালে দুই ভুয়া ডাক্তার আটক

চমেক হাসপাতালে দুই ভুয়া ডাক্তার আটক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে দুই ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। গতকাল বিকেলে গাইনি ওয়ার্ডের লেবার রুম থেকে তাদের আটক করে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।  

আটককৃতরা হলেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর কলেজ এলাকার মো. জাফরের ছেলে মো. রাজ (১৯) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শাহরিয়ার মাহমুদের স্ত্রী ফারজানা আকতার মনি (২৬)। পুলিশের ধারণা, তারা ডাক্তার সেজে নবজাতক চুরির পাঁয়তারা করছিল।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ডাক্তারদের ইউনিফর্ম পরে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের লেবার রুমে ঢুকে পড়েন তারা। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মীরা নজরদারিতে রাখেন। ভুয়া ডাত্তারদ্বয়কে আটক করে চমেক পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন তারা। সেখানে ফারজানা আকতার নিজেকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ পরিচয় দেন।

পরে তাদের পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়।  

সম্পর্কিত খবর