মেয়েদের জন্য কী রেখে গেলেন শ্রীদেবী

মেয়েদের জন্য কী রেখে গেলেন শ্রীদেবী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বলিউডের সিনেমা জগৎ এখন ‘দেবী’-হারা! অকাল-প্রয়াণে স্তব্ধ গোটা ভারত। দুবাইয়ে এক অনুষ্ঠানে গিয়ে শনিবার রাতে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর।

বর্ণিল ক্যারিয়ারে উপহার দিয়েছেন তিনশরও বেশি চলচ্চিত্র। তার সময়ে তিনিই ছিলেন সেরা।

অল্প সময়ে বনে গিয়েছিলেন বলিউডের প্রথম নারী সুপারস্টার। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অধিকার আদায়ের লড়াইয়েও সামিল ছিলেন এই রূপসী অভিনেত্রী। তাকে তো নায়িকাদের ‘অমিতাভ বচ্চন’ নামে ডাকা হত।  এক সময়ের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত বিউটি কুইনের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণটাও তাই আকাশছোঁয়া!

১৯৯৭ সালে রূপালি পর্দা থেকে আড়ালে সরে গেলেও প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন ছয় বছর আগে ‘ইংলিশ ভিংলিশ’ ছবির মাধ্যমে।

হিন্দি ছাড়াও শ্রীদেবীকে দেখা গেছে তামিল, তেলুগু, মালয়ালম, কান্নাদা সিনেমায়।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, স্বামী বনি কাপুর ও শ্রীদেবীর সম্পত্তির পরিমাণ ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৯০ কোটি ৮৯ লাখ টাকার কাছাকাছি। শ্রীদেবী নিজে যেমন অভিনেত্রী হিসেবে তিন দশক চুটিয়ে রাজত্ব করেছেন, তেমনি বনি কাপুরও বলিউডের বিখ্যাত প্রযোজক। দু’জনের সম্পত্তির পরিমাণটা তাই এমন বিপুল হওয়াতে আশ্চর্যের কিছু নেই।

এই অঢেল সম্পদ স্বাভাবিকভাবেই পাবেন দুই মেয়ে জাহ্নবী ও খুশি। কিন্তু সম্পত্তি কি কোনোদিন মায়ের অভাব পূরণ করতে পারবে?  

সম্পর্কিত খবর