মদীনা বিশ্ববিদ্যালয়ের স্বদেশীয় সংস্কৃতি মেলা মঙ্গলবার

মদীনা বিশ্ববিদ্যালয়ের স্বদেশীয় সংস্কৃতি মেলা।

মদীনা বিশ্ববিদ্যালয়ের স্বদেশীয় সংস্কৃতি মেলা মঙ্গলবার

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব

মদীনা বিশ্ববিদ্যালয়ের সপ্তম স্বদেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য মেলার (মেহেরজান) পর্দা উঠছে মঙ্গলবার। এ বিশ্ববিদ্যালয়ে ১৮০টি দেশের প্রায় ৩৫হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। এর মধ্যে ১০০টির বেশি দেশ এবার মেলায় অংশ নিচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা মেলায় নিজ দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবেন।

বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ বিন ইব্রাহীম অডিটোরিয়ামে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে।

মেলায় অংশ নেওয়া স্টলগুলোর উপস্থাপনার ওপর রেটিং করে পুরস্কার দেওয়া হয়। ২০১৫ সালের মেলায় বাংলাদেশ তৃতীয় স্থান লাভ করে।


 

সম্পর্কিত খবর