ওবায়দুল কাদেরের মা আর নেই

সংগৃহীত ছবি

ওবায়দুল কাদেরের মা আর নেই

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা (৯২) সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ...... রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯২ বছর।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান গভীর শোক প্রকাশ করেছেন।

পার্লামেন্টের মন্ত্রী ও সিনিয়র নেতারা শোক বার্তা পাঠিয়েছেন। শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

গত ২৩ ফেব্রুয়ারি সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্রামের বাড়িতে স্ট্রোক করেন তিনি। এদিন বিকাল ৩টার দিকে তাকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নেওয়া হয়।

তিন দিনের মাথায় ২৬ ফেব্রুয়ারি রাতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন রত্নগর্ভা এ মহীয়সী নারী।  

মঙ্গলবার বাদজোহর কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৬ কন্যাসন্তান সহ বহু গুণগ্রাহী রেখে যান।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে ওবায়দুল কাদেরের সাথে কথা বলেন এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সম্পর্কিত খবর