খালেদা জিয়ার কুমিল্লার মামলা চলবে

খালেদা জিয়া।

খালেদা জিয়ার কুমিল্লার মামলা চলবে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কুমিল্লার চৌদ্দগ্রামের মামলার হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এখন ওই মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭র' ২ মার্চ মামলাটি দায়ের হয়। ৩ অক্টোবর বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ অক্টোবর ওই মামলায় স্থগিতাদেশ দেন হাইকোর্ট।


উল্লেখ্য, ২০১৫র’ ৩ ফেব্রুয়ারি রাতে বিএনপির অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলা হয়। এতে বাসটিতে আগুন ধরে আটজন দগ্ধ হয়ে মারা যায়।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বিএনপি-জামায়াতের ৫৬ জনের নাম উল্লেখ করে, আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে মামলা করেন।

মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। তদন্ত শেষে চলতি বছরের ৬ মার্চ কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে খালেদা জিয়াসহ মোট ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হন খালেদা জিয়া।

সম্পর্কিত খবর