দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

দেশে ফেরার পর রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করছেন অর্থমন্ত্রী (ছবি: সংগৃহীত)

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। গত ২১ ফেব্রুয়ারি ছয় দিনের সফরে সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক কোরের ডিন, পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান।

সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান মো. আবদুল হামিদ। স্পিকার থাকাকালীন সময় থেকেই চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পাশাপাশি কয়েক দফা যুক্তরাজ্যেও গেছেন তিনি।

সম্পর্কিত খবর