বার্বাডোসে সাকিব, সেন্ট কিটসে রিয়াদ

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০১৮

বার্বাডোসে সাকিব, সেন্ট কিটসে রিয়াদ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। গত রাতে লন্ডনে অনুষ্ঠিত নিলামে বাংলাদেশি তারকা যুগলকে দলে ভেড়ায় আলাদা দুটি ফ্র্যাঞ্চাইজি।

১ লাখ ৩০ হাজার ডলারে সাকিবকে দলে টেনেছে বার্বাডোস ট্রাইডেন্টস, বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার টাকার কাছাকাছি। আর ৭০ হাজার ডলারে মাহমুদউল্লাহ রিয়াদকে কিনেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, দেশি মুদ্রায় যা ৫৮ লাখ টাকার কিছু বেশি।

 

টাইগারদের টি-টোয়েন্টি ফেরিওয়ালা সাকিবের সিপিএল অভিষেক হয়েছিল বার্বাডোসেই। প্রথম আসরে বল হাতে চমক দেখান তিনি। ৮ ম্যাচে নেন ১১ উইকেট। এর মধ্যে এক ম্যাচে রেকর্ড ৬ রানে নিয়েছিলেন ৬ উইকেট।

তবে ৬ ইনিংসে ব্যাট হাতে করেন মাত্র ২২ রান। আগের দুই মৌসুমে ছিলেন জ্যামাইকা তালাওয়াহস শিবিরে। এবার আবার ফিরলেন পুরোনো দলে।

সাকিবের বদলি হিসেবে গেল আসরে কিছু সময় জ্যামাইকাতে খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলটির হয়ে ৪ ইনিংসে ব্যাট হাতে করেন ১১ রান। আর ৩ ইনিংসে ১১ ওভার হাত ঘুরিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।

বার্বাডোসে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন এবারের টুর্নামেন্টে সবচেয়ে দামি খেলোয়াড় মার্টিন গাপটিলকে। কিউই ওপেনারের পাশাপাশি সতীর্থ হিসেবে আরো পাচ্ছেন হাশিম আমলা, ডোয়াইন স্মিথ, জেসন হোল্ডারদের। আর সেন্ট কিটসে রিয়াদ পাচ্ছেন ক্রিস গেইল, কার্লোস ব্র্যাথওয়েট, এভিন লুইস, বেন কাটিংয়ের মত টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের।

চলতি বছরের জুলাইয়ে শুরু হবে সিপিএলের ষষ্ঠ আসর।  

এসআরএ, নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর