খালেদা কয়েকদিন কারাগারে থেকেই হৈ চৈ: এরশাদ

এরশাদ।

খালেদা কয়েকদিন কারাগারে থেকেই হৈ চৈ: এরশাদ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বর্তমান মন্ত্রিসভায় জাতীয় পার্টির (আমিসহ) যে তিন মন্ত্রী আছেন আমরা অল্পকিছুদিনের মধ্যেই মন্ত্রীসভা থেকে পদত্যাগ করব। এসময় বিএনপির সঙ্গে জাতীয় পার্টির জোট করার কোনও সম্ভাবনা নেই বলেও তিনি জানান।

শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পদত্যাগের ব্যাপারে ইতোমধ্যেই আমরা আলোচনা করেছি।

এটা এখন সময়ের ব্যাপার মাত্র জানিয়ে প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, সংসদে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ সঠিক কথাটি বলেছেন।

এরশাদ বলেন, খালেদা জিয়া কয়েকদিন কারাগারে থাকেই জামিন পাওয়া নিয়ে হৈচৈ শুরু হয়েছে। আমি ছয় বছর দুই মাস কারাগারে ছিলাম। আমার বিরুদ্ধে সব মামলাই ছিল জামিন যোগ্য।

তার পরেও আমি জামিন পাইনি।

মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব ছেড়ে দেবেন  জানেয়ে তিনি বলেন, মন্ত্রীসভায় নিজ দলের লোক থাকায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমিসহ অনেকে সমালোচিত হয়েছি। তবে সরকারি দলের সঙ্গে মন্ত্রীসভায় থাকা একটি রাজনৈতিক কৌশল।

এর আগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার পর সরাসরি রংপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।  

এসময় দলের মহাসবিচ রুহুল আমিন হাওলাদার, কোচেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহাম্মেদ বাবলু, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

সম্পর্কিত খবর