বাংলাদেশের ক্রিকেটারদের কার উচ্চতা কত?

বাংলাদেশের ক্রিকেটারদের কার উচ্চতা কত?

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

উচ্চতায় মাত্র আধা ইঞ্চি বড় বলে মুশফিকের বুক থেকে খাটো ক্রিকেটারের বোঝা নেমে যায়।  গণমাধ্যমকে মুশফিকুর রহিম খুনসুটি করে বলেছিলেন, ‘মুমিনুল যেদিন জাতীয় দলে সুযোগ পেল, আমিই সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন উচ্চতায় আমার চেয়েও আধা ইঞ্চি খাটো একজন খেলোয়াড় আছে। ’ জাতীয় দলের হয়ে ২৭ টেস্ট ও ২৬ ওয়ানডে খেলা মুমিনুল হকের উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি।

অন্যদিকে মুশফিকের উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি।

এবার এক নজরে জেনে নিন, বাংলাদেশের ক্রিকেটারদের কার উচ্চতা কত?

০১. মাশরাফি মর্তুজা- ৬ ফুট ৩ ইঞ্চি।

০২. আব্দুর রাজ্জাক- ৬ ফুট ০ ইঞ্চি।

০৩. মোমিনুল হক- ৫ ফুট ২ ইঞ্চি।

০৪. সাব্বির রহমান- ৫ ফুট ৭ ইঞ্চি।

০৫. রুবেল হোসেন- ৫ ফুট ১০ ইঞ্চি।

০৬. নাসির হোসেন- ৫ ফুট ৯ ইঞ্চি।

০৭. আনামুল হক - ৫ ফুট ৮ ইঞ্চি।

০৮. মাহমুদউল্লাহ রিয়াদ- ৫ ফুট ১১ ইঞ্চি।

০৯. তামিম ইকবাল- ৫ ফুট ১১ ইঞ্চি।

১০. সাকিব অল হাসান- ৫ ফুট ৮ ইঞ্চি।

১১. সৌম্য সরকার- ৫ ফুট ১০ ইঞ্চি।

১২. মুশফিকুর রহিম- ৫ ফুট ৩ ইঞ্চি।

১৩. মুস্তাফিজুর রহমান - ৫ ফুট ১০ ইঞ্চি।

১৪. আল আমিন হোসেন- ৬ ফুট ৩ ইঞ্চি।

১৫. তাসকিন আহমেদ- ৬ ফুট ৪ ইঞ্চি।

১৬. ইমরুল কায়েস- ৫ ফুট ৭ ইঞ্চি।

১৭. মেহেদী হাসান মিরাজ - ৫ ফুট ৬ ইঞ্চি।  

১৮. মোসাদ্দেক হোসেন সৈকত- ৫ ফুট ৯ ইঞ্চি।

১৯. নুরুল হাসান সোহান- ৫ ফুট ৯ ইঞ্চি।  

২০. তাইজুল ইসলাম- ৫ ফুট ৫ ইঞ্চি।  

সম্পর্কিত খবর