পূর্ব ঘৌটায় লিফলেট ফেলছে সিরিয়ার সেনাবাহিনী

হেলিকপ্টার থেকে লিফলেট ফেলা হচ্ছে।

পূর্ব ঘৌটায় লিফলেট ফেলছে সিরিয়ার সেনাবাহিনী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে পূর্ব ঘৌটায় বেসামরিক লোকদেরকে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়ে হেলিকপ্টার থেকে লিফলেট ফেলছে দেশটির সেনাবাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সানা' এ কথা জানিয়েছে।

এ লিফলেটে সন্ত্রাসীদের কবল থেকে পালানোর উপায় তুলে ধরা হয়েছে। এছাড়া কোন পথ দিয়ে নিরাপদে 'আল-ওফেদিন' শরণার্থী শিবিরে পৌঁছা যাবে-সে দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

 

সূত্রটি জানিয়েছে, সিরিয়ার হেলিকপ্টারগুলো প্রতিদিন ব্যাপক সংখ্যক লিফলেট বিলি করছে। তারা এর মাধ্যমে পূর্ব ঘৌটায় সব মানুষের কাছে লিফলেট পৌঁছে দিতে চাইছে।  

তবে সন্ত্রাসীরা বেসামরিক লোকদের বেরিয়ে যাওয়ার পথে বোমা পেতে রেখেছে। বেসামরিক লোকজনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।

পূর্ব ঘৌটায় প্রতিদিন স্থানীয় সময় সকাল নয়টা থেকে বিকেল দুইটা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকে। এ সময় বেসামরিক মানুষ নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করলেও সন্ত্রাসীদের বাধার কারণে অনেকেই সফল হতে পাচ্ছেন না।

সম্পর্কিত খবর