গ্যাস পাবেন খুলনাবাসী

গ্যাস পাবেন খুলনাবাসী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

খুলনাবাসী গ্যাস সুবিধা পাবেন বলে জানিয়েছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।   

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘ভোলায় অনেক গ্যাস পাওয়া গেছে। সেই গ্যাস পাইপলাইনের মাধ্যমে খুলনা এবং বরিশালে দেয়া হবে।

ফলে এ অঞ্চলের মানুষও গ্যাস সুবিধা ভোগ করতে পারবেন। ’

প্রধানমন্ত্রী যোগ বরেন, ‘দেশে এখন ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আশা করছি ২০২১ সালের মধ্যে সব ঘরে আলো জ্বলবে। একটি ঘরও অন্ধকার থাকবে না।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী ।

বর্তমান সরকারের মেয়াদে বিভাগীয় শহরটিতে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় সফর। প্রধানমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে খালিশপুরে নৌবাহিনীর ঘাঁটি তিতুমীরে অবতরণ করে। এ সময় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

বেলা ১১টায় খালিশপুর বায়তুল ফালাহ ঈদগাহ মাঠে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৮তম কনভেনশনে যোগ দেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে তিনটার দিকে জনসভায় ভাষণ দেন তিনি।

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর