জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে রোববার শাহবাগে বিক্ষোভ সমাবেশ

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ শাহবাগে মিছিল

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে রোববার শাহবাগে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর দুর্বৃত্তের ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে রাজধানীর শাহবাগে। শাবি ক্যাম্পাসে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। হামলার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশাঙ্কামুক্ত বলে জানা গেছে।

এদিকে হামলার খবর সামনে আসতেই প্রতিবাদে ফুসে উঠেছে শাহবাগ। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের ভেরিভাইড ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়, ''ড. জাফর ইকবাল স্যারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ সন্ধ্যা ৭টায় শাহবাগে মশাল মিছিল। যে যেখানে আছেন চলে আসুন। ''

এরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও আশপাশের এলাকা থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হতে থাকে শাহবাগে।

এরপর মশাল মিছিল বের করে গণজাগরণ মঞ্চ।

ইমরান এইচ সরকার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মিছিলের কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘ড. মুহম্মদ জাফর ইকবাল স্যারের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের তাৎক্ষণিক মশাল মিছিল। আমার মাটি, আমার মা, সন্ত্রাসীদের হবে না। ’

এদিকে ড. জাফর ইকবালের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রবিবার বিকেল ৪টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ আহ্বান করেছে গণজাগরণ মঞ্চ।

সম্পর্কিত খবর