‘জাফর ইকবালের ওপর হামলা আরেকটা চক্রান্ত’

মির্জা ফাখরুল।

‘জাফর ইকবালের ওপর হামলা আরেকটা চক্রান্ত’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, আমরা মনে করি, এটা আরেকটা চক্রান্ত। যারা দেশে এ ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, এটা তাদেরই চক্রান্ত। অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা জানায় বিএনপি।

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর আগে বিকেলে শাবি ক্যাম্পাসে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হয়।

খালেদা সাজার ব্যাপারে বিএনপি মহাসচিব বলেন, সম্পূর্ণ মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে শুধু রাজনীতি থেকে দূরে সরানোর জন্য, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। তারা জানেন যে, তাদের পক্ষে কখনও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী হওয়া সম্ভব হবে না।

সেজন্য এটা (সাজা)।

বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে বৈঠক করেন ফখরুল। এতে খালেদা জিয়ার জামিনে দেরি হওয়া এবং চলমান কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

পরবর্তী কর্মসূচি হিসেবে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ হবে বলে জানান তিনি।

স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে ছিলেন মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ভাইস চেয়ারম্যানদের মধ্যে ছিলেন হাফিজউদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, শাহজাহান ওমর, বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, খন্দকার মাহবুব হোসেন, মীর নাছির, রুহুল আলম চৌধুরী, আমিনুল হক, আবদুল আউয়াল মিন্টু, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে ছিলেন উকিল আবদুস সাত্তার, এ জে মোজাম্মদ আলী, লুৎফর রহমান খান আজাদ, সাবিহউদ্দিন আহমেদ, মনিরুল হক চৌধুরী, মশিউর রহমান, আবুল খায়ের ভূঁইয়া, মাহবুবুর রহমান, জয়নুল আবদিন ফারুক, জয়নাল আবেদিন ভিপি, আবদুর রশিদ, জিয়াউর রহমান খান, তাজমেরী ইসলাম, সাহিদা রফিক, গোলাম আকবর খন্দকার, আবদুল হাই, কবীর মুরাদ, ফজলুল রহমান, আতাউর রহমান ঢালী, সিরাজুল ইসলাম, সুকোমল বড়ুয়া, আবদুল কাইয়ুম, বিজন কান্তি সরকার, তৈমুর আলম খন্দকার, মান্নান তালুকদার, অধ্যাপক আব্দুল বায়েস ভূঁইয়া, ময়নুল ইসলাম শান্ত, মোহাম্মদ শাহজাদা মিয়া, এসএম ফজলুল হক, আবদুল কুদ্দুস, মামুন আহমেদ, ফরহাদ হালিম ডোনার, মুক্তাদির হোসেন, শামসুল আলম, আবদুল হাই শিকদার। যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হারুনুর রশীদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাখাওয়াত হোসেন জীবন, বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ বৈঠকে ছিলেন। প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী ও সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুও ছিলেন বৈঠকে।

সম্পর্কিত খবর