কোটা সংস্কারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

কোটা সংস্কারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কোটা বৈষম্য কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন চাকরি প্রার্থীরা। আজ সকাল সাড়ে ১১টায় ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর ব্যানারে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সহস্রাধিক চাকরি প্রার্থীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের আগে বিক্ষোভ মিছিলও করেন চাকরি প্রার্থীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়।

 

বিক্ষোভ সমাবেশে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:

♻ কোটা পদ্ধতি সংস্কার করে ৫৬  থেকে ১০ শতাংশে কমিয়ে আনতে হবে।  

♻ কোটায় প্রার্থী না পাওয়া গেলে সেসব পদে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।  

♻ চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না।

 

♻ কোটাধারীদের জন্য কোনও বিশেষ নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না।  

♻ চাকরির পরীক্ষার ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাট-মার্ক ও বয়সসীমা সমান করতে হবে।


এ ব্যাপারে এক আন্দোলনকারী নিউজ টোয়েন্টিফোরকে বলেন, ‘আমাদের দাবি হলো কোটা বৈষম্য দূর করতে হবে। চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রাখতে হবে। কোটার কারণে মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বেকার সমস্যা সমাধান অতীব জরুরি। কেননা বিপুল সংখ্যক কর্মঠ, মেধাবীদের মেধার সুষ্ঠু ব্যবহার ছাড়া সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব নয়। তাই আমরা কোটা বৈষম্য কমাতে চাই। ’

সম্পর্কিত খবর