আমেরিকায়ও ‘আজীবন প্রেসিডেন্ট’ চাই: চীনকে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকায়ও ‘আজীবন প্রেসিডেন্ট’ চাই: চীনকে ট্রাম্প

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চীনের মতো আমেরিকায়ও আজীবনের প্রেসিডেন্ট দরকার বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি প্রেসিডেন্ট শি জিনপিংকে দেশটির জন্য আজীবনের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পরিকল্পনা নিয়েছে বলে খবর প্রচারের পর ট্রাম্প একথা বললেন।

তিনি বলেছেন, একসময় আমেরিকা এমন পথ উন্মুক্ত করবে যাতে একজন ব্যক্তি আজীবন প্রেসিডেন্ট থাকতে পারেন। দেশকে সেবা দিতে পারেন।

ট্রাম্প চীনা প্রেসিডেন্টকে মহান ব্যক্তি বলেও প্রশংসা করেন।

চীনা কমিউনিস্ট পার্টির পরিকল্পনা অনুসারে, নির্ধারিত দুই মেয়াদের পরিবর্তে আজীবনের জন্য শি জিন পিংকে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

শনিবার ফ্লোরিডায় তহবিল সংগ্রহ উপলক্ষে এক অনুষ্ঠানে ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সমালোচনা করেন বলেন, ইরাকে মার্কিন সামরিক আগ্রাসন সবচেয়ে খারাপ সিদ্ধান্ত। তবে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে সত্যিকারের মেধাবি হিসেবে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, কয়েকশ বছরের মধ্যে শি জিনপিং হচ্ছেন সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট। চীনা প্রেসিডেন্ট একজন ‌‘মহান ভদ্রলোক’ বলেও উল্লেখ করেন ট্রাম্প।  
অবশ্য এসব বক্তব্যের বিষয়ে হোয়াইট হাউজ তাৎক্ষণিকভাবে কোনো  মন্তব্য করতে চায়নি।

সম্পর্কিত খবর