সৌদি আরব-বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে বৈঠক অনুষ্ঠিত

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আজ রিয়াদে সৌদি সহকারী প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-আয়েশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

সৌদি আরব-বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে বৈঠক অনুষ্ঠিত

সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আজ রিয়াদে সৌদি সহকারী প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-আয়েশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

এ সময় সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুয়াইলিও উপস্থিত ছিলেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাসে ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী ও বাংলাদেশ সেনাবাহিনীর অন্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে সৌদি আরব ও বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আলোচনা হয়।

সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে দক্ষ সদস্যদের সৌদি আরবের সেনাবাহিনীর বিভিন্ন সেক্টরে কাজের সুযোগের বিষয়ে আলোচনা করেন।  

সৌদি আরবের সামরিক অবকাঠামো উন্নয়নে সহযোগিতার বিষয়ে সৌদি সহকারী প্রতিরক্ষা মন্ত্রী আল-আয়েশ অনুরোধ জানান।

দ্বিপাক্ষিক বৈঠকে সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়ার জন্য দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল শফিউল হক সৌদি সামরিক হাসপাতালে বাংলাদেশের ডাক্তার, হাসপাতাল সহকারি, হাসপাতাল ইউনিট স্থাপনের বিষয়ে সহায়তার প্রস্তাব দেন।

প্রতিরক্ষা মন্ত্রী আল-আয়েশের সাথে বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাসবাদ বিরোধী সৌদি জোট Islamic Military Counter Terrorism Coalition- IMCTC -তে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনী সৌদি সশস্ত্র বাহিনীর সাথে সম্পর্ক উন্নয়নে অবদান রাখায় প্রতিরক্ষা মন্ত্রী আল-আয়েশ সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে সন্মানসূচক কিং আব্দুল আজিজ কলার অফ মেডেল পরিয়ে দেন।

এর আগে বাংলাদেশের সেনাপ্রধান সৌদি আরবের Royal Saudi Land Force কম্যান্ডার লে. জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহর সাথে বৈঠক করেন। বৈঠকে দু'দেশের সেনাবাহিনীর সদস্যদের শিক্ষা, প্রশিক্ষণ ও অন্যান্য দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয় বর্তমানে ৩১ জন সৌদি সেনা ক্যাডেট বাংলাদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। সন্ত্রাসবাদ মোকাবেলা, মাইন অপসারণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে যৌথ মহড়ার আয়োজনের জন্য বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশে আরবি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে সৌদি আরবের সেনা বাহিনীর কর্মকর্তাদের শিক্ষা গ্রহনের বিষয়ে আলোচনা হয়।

সেনাপ্রধান সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুয়াইলির সাথেও বৈঠক করেন। এরপর তিনি Islamic Military Counter Terrorism Coalition- IMCTC সেন্টার পরিদর্শন করেন।

সম্পর্কিত খবর