পোল্যান্ডে বিস্ফোরণের পর ভবন ধস, নিহত ৪

বিস্ফোরণের পর বিধ্বস্ত ভবন [ছবি: রয়টার্স]

পোল্যান্ডে বিস্ফোরণের পর ভবন ধস, নিহত ৪

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পোল্যান্ডের পশ্চিম-মধ্যাঞ্চলীয় শহর পোজনানে একটি ভবনে বিস্ফোরণের পর একাংশ ধসে পড়েছে। এ ঘটনায় ৪ জন নিহত ও অন্তত ২৪ জন আহত হয়েছেন।

স্থানীয় দমকল বাহিনীর মুখপাত্র স্লায়োমির ব্রান্ট জানান, রোববার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ভবনটিতে ১৮টি অ্যাপার্টমেন্টে অন্তত ৪০ জন বাসিন্দা ছিল।

দেশটির টেলিভিশন চ্যানেল টিভিপি ইনফোর খবরে জানানো হয়েছে, ভবনটি চারতলা বিশিষ্ট ছিল। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা  উদ্ধার কাজ শুরু করেছে। তবে তীব্র শীতের কারণে কাজে খানিকটা ব্যঘাত ঘটছে।

ক্রিসটফ সেলড্জ নামে স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা পিএপিকে বলেন, ‘হঠাৎ বিকট আওয়াজ শুনতে পাই।

সবাই ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছিল। আমি ও আমার স্ত্রী সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের বাঁচাতে ছুটে যাই। ’

সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘সোমবার (আজ) থেকে তদন্ত কাজ শুরু হবে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন আমরা খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণ হতে পারে বলে অনুমান করছি। তবে নিশ্চিত নয়। তদন্তের পর সব জানা যাবে। আমাদের এখনকার লক্ষ্য হচ্ছে উদ্ধার কাজ সঠিকভাবে পরিচালনা করা। ’ 

সূত্র: এপি, এবিসি নিউজ