হেল্পলাইনে কল, বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

হেল্পলাইনে কল, বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হেল্পলাইনে কল করে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী।  সদ্যসমাপ্ত এই এসএসসি পরীক্ষার্থীর নাম তানিয়া খাতুন (১৬)। সে নাটোরের গুরুদাসপুরে উপজেলার দাদুয়া গ্রামের বাসিন্দা। তানিয়া মহিলা বিষয়ক অধিদফতরের জাতীয় হেল্প লাইন ১০৯ নম্বরে ফোন করে রক্ষা পেয়েছে বাল্যবিবাহের হাত থেকে।

গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনির হোসেন মহিলা বিষয়ক অধিদফতরের নির্দেশে এই বিয়ে বন্ধ করে ন। পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার ভরট গ্রামের সেলিম হোসেনের ছেলে নাজমুল হোসেন সজিবের সাথে তানিয়ার বিয়ের কথা ছিল।

ইউএনও মনির হোসেন জানান, তানিয়া উপজেলার দাদুয়া গ্রামের আবু তালেবের মেয়ে ও ধারাবারিষা উচ্চ বিদ্যালয় থেকে সদ্যসমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তার বিয়ের খবর মহিলা বিষয়ক অধিদফতরের জাতীয় হেল্পলাইন থেকে শোনার সাথে সাথে পুলিশ পাঠিয়ে তা বন্ধ করা হয়।

তাৎক্ষণিকভাবে মেয়ের চাচা আব্দুল করিমকে উপজেলা কার্যালয়ে ডেকে বাল্যবিবাহ না দেয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়।

সম্পর্কিত খবর