৪ দিনের সফরে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

৪ দিনের সফরে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চার দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সের (আইএসএ) সম্মেলনে যোগ দিতে আগামী ৮ মার্চ রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারত যাবেন। ১১ মার্চ নয়াদিল্লীতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সম্মেলনে বিশ্বের ১২১টি দেশ অংশ নেবেন। নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে (আরবিসিসি) ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমাতে সৌর শক্তির ব্যবহার বাড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রঁসোয়া অলন্দের উদ্যোগে ২০১৫ সালে আইএসএ’র কার্যক্রম শুরু হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, আইএসএ সম্মেলনে যোগ দেওয়ার আগে মেঘালয়ে যাবেন আবদুল হামিদ।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় অবস্থানকালীন বিভিন্ন স্থান পরিদর্শন করবেন তিনি।

আবদুল হামিদ ১৯৭১ সালে মেঘালয়ের বালাটে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্পে সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

মেঘালয় থেকে আসামের গুয়াহাটি হয়ে দিল্লি যাবেন রাষ্ট্রপতি। আইএসএ সম্মেলন শেষে ১২ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।

সম্পর্কিত খবর