জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

সংগৃহীত ছবি

জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাহাজ বিধ্বংসী একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির বিমান ও নৌবাহিনী যৌথভাবে উত্তর আরব সাগরে সোমবার এ পরীক্ষা চালায়। পাকিস্তান নৌবাহিনীর বরাত দিয়ে দেশটির জিও টিভি এ খবর জানিয়েছে।

খবরে প্রকাশ, একটি এফ-১৭ থান্ডার জঙ্গিবিমান এবং একটি এফ-২২পি যুদ্ধজাহাজ থেকে আলাদা আলাদাভাবে সি-৮০২ নামের ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়।

জঙ্গিবিমান ও যুদ্ধজাহাজ- এই দুই ধরনের বাহন থেকেই যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা যায় তা প্রদর্শন করার জন্য এ পরীক্ষা চালায় পাকিস্তান।

পাক বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল সোহাইল আমান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসি পাক নৌবাহিনীর একটি জাহাজে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষা প্রত্যক্ষ করেন।

এ ব্যাপারে পাক নৌবাহিনী এক বিবৃতি দেন। এতে বলা হয়েছে, সমুদ্র ও আকাশ থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

এর মাধ্যমে শুধু যে এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ফুটে উঠেছে তাই নয় সেইসঙ্গে নৌবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে চমৎকার সহযোগিতা ও বোঝাপড়ার নিদর্শন প্রকাশ পেয়েছে।

পাকিস্তান গত কয়েকদিন ধরে রিবাত-১৮ নামের যে সামরিক মহড়া চালাচ্ছিল তার শেষদিনে গতকাল এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

সম্পর্কিত খবর