ট্রেনের অগ্রিম টিকিট ১৮ আগস্ট থেকে

ট্রেনের অগ্রিম টিকিট ১৮ আগস্ট থেকে

নিউজ ২৪ ডেস্ক

ঈদুল আযহা উপলক্ষে শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এছাড়া ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত বিক্রি হবে ৩ থেকে ৭ সেপ্টেম্বরের ফিরতি টিকিট।

বৃহস্পতিবার দুপুরে রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেলমন্ত্রী মুজিবুল হক।

তিনি জানান, এবারের ঈদে পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা নিয়েছে রেল কর্তৃপক্ষ।

অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন ১৮ আগস্ট (শুক্রবার) বিক্রি করা হবে ২৭ আগস্টের টিকিট। এরপর দিন ১৯ আগস্ট বিক্রি হবে, ২৮ আগস্টের টিকিট।

২০ আগস্টে ২৯ আগস্ট ও ২১ আগস্টে ৩০ আগস্টের এবং ২২ আগস্ট ৩১ আগস্টের টিকিট বিক্রি করা হবে।

রেলমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং কালোবাজারে টিকিট বিক্রয় বন্ধে পদক্ষেপ নেয়া হবে।

এবার ঈদে রেলযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ৭ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

ঢাকা ও অন্যান্য নগরীর মধ্যে চলাচলকারী ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে এবং বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। এ সময় আন্তঃনগর ট্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হবে।

সম্পর্কিত খবর