সৌদির বাহা প্রদেশের গভর্নরের সাথে রাষ্ট্রদূতের বৈঠক

আল বাহার গভর্নর প্রিন্স হুসাম বিন সউদ বিন আব্দুল আজিজ ও বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ [ছবি: নিউজ টোয়েন্টিফোর]

সৌদির বাহা প্রদেশের গভর্নরের সাথে রাষ্ট্রদূতের বৈঠক

সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল বাহার গভর্নর প্রিন্স হুসাম বিন সউদ বিন আব্দুল আজিজ প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।  গতকাল বাহা প্রদেশে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহর সাথে এক বৈঠকে এ আশ্বাস দেন তিনি।  

গভর্নর বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কাজের প্রতি আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে ও এসময় আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ইকনমিক কাউন্সিলর ড. আবুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সব সময় সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সৌদি আরবের সাথে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে আগামী দিনে দু’দেশের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ।  

রাষ্ট্রদূত গোলাম মসীহ এ সময় বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলীসহ দক্ষ ও আধা দক্ষ শ্রমিক নিয়োগ দেয়ার অনুরোধ জানান।

তিনি গভর্নরকে তার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং আগামী দিনে বাংলাদেশী শ্রমিকদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর