‘ইয়েমেন যুদ্ধের জন্য সৌদিকে নিন্দা জানান’

সৌদি আগ্রাসনে ইয়েমেনে মানবিক বিপর্যয়।

‘ইয়েমেন যুদ্ধের জন্য সৌদিকে নিন্দা জানান’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইয়েমেন যুদ্ধের জন্য সৌদি আরবকে নিন্দা করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের প্রতি আহ্বান জানিয়ে দেশটির বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের আসন্ন ব্রিটেন সফরের সময় তার কাছে লন্ডনের পক্ষে থেকে থেরেসা মে'কে প্রতিবাদ করতে হবে।

সৌদিকে হুশিয়ারি দেওয়ার আহবান জানিয়ে করবিন বলেন, সৌদি যুবরাজের সফরের সময় প্রধানমন্ত্রীর বলা উচিত, আপনারা ইয়েমেনে সামরিক আগ্রাসন বন্ধ করুন তা নাহলে আমরা অস্ত্র সরবরাহ স্থগিত করে দেব।

করবিন আরো বলেন, ইয়েমেনে সৌদি আগ্রাসনের কারণে যে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তাতে অবশ্যই ব্রিটেনের পক্ষ থেকে প্রতিবাদ করা উচিত।

বুধবার থেকে যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তিনদিনের জন্য ব্রিটেন সফর শুরু করবেন বলে কথা রয়েছে।

আর এ উপলক্ষেই তিনি নিন্দা জানানোর আহবান জানালেন।

উল্লেখ্য, ২০১৫র’ ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার বেসামরিক মানুষ মারা গেছে। দীর্ঘ সময় ধরে সৌদি আরব এমন বর্বর আগ্রাসন চালালেও সারা বিশ্ব কার্যত নীরব রয়েছে।

সম্পর্কিত খবর