নারী দিবসে যেসব পুরুষের প্রতি সম্মান জানালেন প্রিয়তি

মাকসুদা আক্তার প্রিয়তি।

নারী দিবসে যেসব পুরুষের প্রতি সম্মান জানালেন প্রিয়তি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আজ আন্তর্জাতিক নারী দিবস। নারীর ন্যায্য অধিকার নিয়ে সচেতনতা সৃষ্টির দিন। দিনটিতে অনেকেই সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। শ্রদ্ধা জানিয়েছেন সাবেক মিস আর্থ ইন্টারন্যাশনাল মাকসুদা আক্তার প্রিয়তি।

নারীদের সঙ্গে সেইসব পুরুষদের প্রতিও তিনি সম্মান জানিয়েছেন যারা নারীর অগ্রগতিতে পাখা হয়ে কাজ করেছেন। আয়ারল্যান্ডে বসবাসরত প্রিয়তি ফেসবুকে এক পোস্টে নজরুলের কয়েকটি চরণ উল্লেখ করে লিখেছেন-

''সম অধিকার নয়, আমি নারীর ন্যায্য অধিকার চাই।
প্রতিযোগিতা নয়, নর কে সাথে রেখেই নিজ ও সমাজকে এগুতে চাই।
দাবিয়ে রেখে নয়, দাহ্য হয়ে জ্বলে উঠতে চাই প্রতিটা ঘরের প্রদীপে।

নারী দিবসে সকল নারীদের সাথে সেই সব নরদের প্রতি সম্মান রইলো, যারা সেইসব নারীদের কাজের অগ্রগতি জন্য পাখা হয়ে কাজ করেছেন , আগুন কে আরও বাড়িয়ে দিয়েছেন , কাজের স্পৃহা দ্বিগুণ করেছেন। শ্রদ্ধা রইলো সেই সকল ভাই, বাবা ও স্বামীদের প্রতি।

সৃষ্টিকর্তার সকল সৃষ্টি এর প্রতি সম্মান রইলো।

পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর' ----- কাজী নজরুল ইসলাম''

(প্রিয়তির ফেসবুক থেকে সংগৃহীত)

সম্পর্কিত খবর