‘কুর্দি গেরিলারা যেন মানবিজে না যেতে পারে’

ডোনাল্ড ট্রাম্প ও রিসেপ তাইয়্যেব এরদোগান।

‘কুর্দি গেরিলারা যেন মানবিজে না যেতে পারে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ার কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজির সদস্যদেরকে আফরিন থেকে মানবিজ শহরে না যেতে দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। গত ২০ জানুয়ারি থেকে আফরিন শহরে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তুর্কি সেনারা।  

বুধবার রাজধানী আংকারায় তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এক সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান।

জঙ্গী গেরিলা গোষ্ঠীকে ধ্বংসের আহবান জানিয়ে তিনি বলেন, তার দেশ আশা করে কুর্দি গেরিলাদেরকে আফরিন শহর থেকে মানবিজ শহরে সরে যাওয়ার সুযোগ দেবে না আমেরিকা।

আফরিন থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে ইউফ্রেটিস নদীর কাছে মানবিজ শহরের অবস্থান।

গেরিলা গোষ্ঠীকে দমনে তুরস্ক ব্যবস্থা নিয়েছে জানিয়ে ইব্রাহিম কালিন বলেন, কুর্দি গেরিলারা যাতে মানবিজ শহরে যেতে না পারে সেজন্য তুর্কি কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এটা হচ্ছে তুরস্কের সাধারণ অধিকার। আমেরিকা কী করবে সেটা আলাদা প্রশ্ন।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, তার দেশের সেনাদের অভিযানে এ পর্যন্ত দুহাজার ৯৬০ জন কুর্দি গেরিলাকে হত্যা করা হয়েছে।

সম্পর্কিত খবর