ভারতকে ১৪০ রানের লক্ষ্য ছুঁড়ে দিল টাইগাররা
নিদাহাস ট্রফি

ভারতকে ১৪০ রানের লক্ষ্য ছুঁড়ে দিল টাইগাররা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

============================

বাংলাদেশ → ২০ ওভার • ৮ উইকেট • ১৩৯ রান

লিটন ৩৪ (৩০), সাব্বির ৩০ (২৬), মুশফিক ১৮ (১৪)

উনাদকাত ৩৮/৩, শঙ্কর ৩২/২, চাহাল ১৯/১

============================

নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ১৪০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।  

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের সিনিয়র ব্যাটসম্যানরা। অভিজ্ঞদের কেউই  ছুঁতে পারেননি ‘কুড়ির কোটা’।

দুই ওপেনার তামিম ইকবাল (১৫) ও সৌম্য সরকার (১৪) ফিরেছেন পাওয়ার প্লে শেষ হবার আগেই।  

মুশফিকুর রহিম করেছেন ১৮, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৮ বল মোকবিলায় করতে পেরেছেন মাত্র ১ রান।

দু’বার জীবন পাওয়া লিটন দাস করেছেন সর্বোচ্চ ৩৪, ছয়ে নামা সাব্বির রহমানের ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান। শেষ দিকে তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে না পারায় ১৩৯ রানের মাঝারি সংগ্রহে থেমে যায় টাইগারদের ইনিংস।

ভারতের পক্ষে ৩৮ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার জয়দেব উনাদকাত। ২ উইকেট শিকার করেছেন মিডিয়াম পেসার বিজয় শঙ্কর। একটি করে উইকেট ঝুলিতে পুরেছেন যুজবেন্দ্র চাহাল এবং শারদুল ঠাকুর।  

=======================

বাংলাদেশের একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।  

সম্পর্কিত খবর