তুর্কি সেনাদের অভিযানে সিরিয়ার শহর জঙ্গি মুক্ত

জান্দাইরিশ শহরে ফ্রি সিরিয়ান আর্মির গেরিলাদের অগ্রাভিযান।

তুর্কি সেনাদের অভিযানে সিরিয়ার শহর জঙ্গি মুক্ত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গেরিলা গোষ্ঠী ওয়াইপিজির বিরুদ্ধে অভিযান চালিয়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকার একটি শহর দখলে নিয়েছে তুরস্কের সামরিক বাহিনী। গত কয়েকদিন ধরে শহরটিতে তুর্কি সেনারা এ অভিযান চালিয়ে আসছিল।

তুরস্কের সরকারি সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার তুর্কি সেনারা জান্দাইরিশ শহরটি দখল করে নেয়।

প্রচণ্ড লড়াইয়ের পর কুর্দি গেরিলারা শহরটি ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে বলে আনাদোলু জানিয়েছে। শহর দখলের অভিযানে তুর্কি সেনাদেরকে সাহায্য করেছে কথিত ফ্রি সিরিয়ান আর্মির গেরিলারা।

একদিন আগে তুর্কি সেনারা জান্দাইরিশ শহরের কাছের একটি পাহাড় দখলে নিয়ে শহরটির ওপর বিমান হামলা জোরদার করে। এরপর তারা শহরটি দখল করে।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও এ খবর নিশ্চিত করে।

এ সংস্থাটি বলেছে, ভয়াবহ বোমাবর্ষণের পর তুর্কি বাহিনী শহরটি দখল করে। সংস্থার প্রধান রামি আবদেল রহমান বলেন, তুর্কি বাহিনীর বিমান হামলায় জান্দাইরিশ শহরে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ২০ জানুয়ারি থেকে তুরস্কের সেনারা সিরিয়ার আফরিন এলাকায় কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।  

তুরস্ক বলছে, সীমান্তবর্তী এ শহরে মার্কিন সমর্থিত কুর্দিরা আংকারার জন্য মারাত্মক নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে।

সম্পর্কিত খবর