আশুলিয়ায় চার গার্মেন্টসে ভয়াবহ আগুন

আশুলিয়ায় চার গার্মেন্টসে ভয়াবহ আগুন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সাভারের আশুলিয়ার জিরাবোর বাগানবাড়িতে চারটি গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুলিয়ার ডিইপিজেড, উত্তরা ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ বিকেল চারটার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় এসবি নিটওয়ার গার্মেন্টস থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঢাকা ইপিজেড’র ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, চারটার দিকে জিরাবোর এসবি নিটওয়ার গার্মেন্টসে প্রথম আগুন লাগে।

আগুনের লেলিহান শিখা বেশি হওয়ার কারণে মুহূর্তের মধ্যে আগুন এসএস লিমিটেড, এ প্লাস নিটিং, ইউনিয়ন লেভেল কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড, সাভার,  উত্তরা ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এদিকে, আগুনের উত্তাপে গার্মেন্টসের পাশে ফারুক নামের এক ব্যক্তির বাড়িতে আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে বেশ ক’জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাস্থলে র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন জ্বলছে ওই চারটি কারখানা ও একটি শ্রমিক কলোনিতে। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফা বলেন, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সম্পর্কিত খবর