রাজধানীতে ফের খালে পড়ে নিখোঁজ শিশু

রাজধানীতে ফের খালে পড়ে নিখোঁজ শিশু

রাজধানীতে ফের খালে পড়ে নিখোঁজ শিশু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর খালে জিসান নামে একটি শিশু পড়ে নিখোঁজ হয়েছে। শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। শিশুটির বয়স ৫ বৎসর। তার বাড়ি কিশোরগঞ্জ।

 বাবার নাম আবুল হাসেম।

শুক্রবার (০৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।  

জানা গেছে, খেলতে গিয়ে শিশুটি ময়লাযুক্ত খালে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। তবে এখনও শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

এর আগেও রাজধানীর বিভিন্ন খালে ও খোলা ড্রেনে পড়ে শিশু নিখোঁজের ঘটনা ঘটে। রাজধানীর মুগদার মদিনাবাগে জিরানি খালের ওপর বাঁশের সাঁকো থেকে পড়ে হৃদয় নামের তিন বছর বয়সী এক শিশু নিখোঁজ হয় গত বছরের অক্টোবরে। ছয়দিন পর শিশুটির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগের বছর ২০১৬ সালের জুলাই মাসে রাজধানীর মহাখালী দক্ষিণ ঝিলপাড়ে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর আবর্জনার নিচ থেকে ৬ বছরের শিশু সানজিদার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। ওই মাসেই মিরপুরে ড্রেনে পড়ে মৃত্যু হয় শিশু জুনায়েদ আহমেদ সাব্বিরের (৪)। নিখোঁজ থাকার প্রায় ১৬ ঘণ্টারও বেশি সময় পর মিরপুর কমার্স কলেজের পেছনে স্যুয়ারেজ লাইন থেকে শিশু জুনায়েদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। এর দুই মাস পরই সেপ্টেম্বরে বাসাবোতে ওয়াসার খোলা ড্রেন থেকে শামীম হোসেন (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। শামীম কমলাপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। খেলতে গিয়ে শিশুটি ওয়াসার খোলা ড্রেনে পড়ে যায়।

সম্পর্কিত খবর