১১ মার্চ যুক্তরাষ্ট্রের ঘড়ির কাটা এক ঘণ্টা এগুবে

ঘড়ি।

১১ মার্চ যুক্তরাষ্ট্রের ঘড়ির কাটা এক ঘণ্টা এগুবে

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

১১ মার্চ ভোররাত দুইটার দিকে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকার ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে তিনটা বাজানো হবে। দিনের আলোকে কাজে লাগাতে প্রায় একশত বছর আগে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এর নামকরণ করা হয় ‘ডে লাইট সেভিং টাইম’। এই ব্যবস্থা অব্যাহত থাকবে ৪ নভেম্বর রোববার ভোর রাত দুইটা পর্যন্ত।

গ্রীষ্মকালে দিন বড় হয়। এজন্য ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে নিলে আমেরিকানদের কর্মপরিধি কিছুটা বাড়ে বলে সকলের ধারণা।
নতুন এই সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউইয়র্কে তখন রাত দুইটা হবে।

(নিউজ টোয়েন্টিফোর/নিউইয়র্ক/তৌহিদ)
 

সম্পর্কিত খবর