সাতক্ষীরায় প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার

সাতক্ষীরায় প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় প্রবীণদের সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই সেমিনারের আয়োজন করে।  

সেমিনারের উদ্বোধন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কাজী হাবিবুর রহমান। এ সময় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ সুশান্ত ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা পাবলিক হেলথ এ্যাডমিনিসট্রেশন এন্ড হাসপাতাল ম্যানেজমেন্টের প্রফেসর মেজর জেনারেল(অবঃ) ডাঃ এম শাহজাহান, ভারতের মেডিসিন অ্যান্ড জেরিয়াট্রিসিয়ানের প্রফেসর জোর্তিময় পাল।

news24bd.tv 

সেমিনারে বক্তারা বলেন, “আমাদের অবসরের বয়স ৫৯ বছর। বেশিরভাগ মানুষের অসুখ হয় মানসিক সমস্যার কারণে। বৃদ্ধাশ্রম বন্ধ করতে হবে। সেই সঙ্গে আমাদের অনেক মানবিক হতে হবে।

উন্নত বিশ্বের ১১-১২ শতাংশ লোক প্রবীণ। আমাদের দেশের শতকরা ৬ ভাগ লোক প্রবীণ। ১৯৭৭ সালে আমাদের দেশে কর্মক্ষম লোকের সংখ্যা ছিল ৯৩ ভাগ। বর্তমানে ৫২ ভাগ। কায়িক পরিশ্রমের মাধ্যমে নিজেকে সুস্থ রাখার মানসিকতা তৈরি করতে হবে। ”  সেমিনার অনুষ্ঠানটি পরিচালনা করেন সাহিত্যিক শহিদুর রহমান।

 

শাকিলা/অরিন/নিউজ টোয়েন্টিফোর
 

সম্পর্কিত খবর