জাতীয় পার্টির তিন মন্ত্রীর আসন শূন্য ঘোষণার দাবিতে লিগ্যাল নোটিশ

প্রতীকী ছবি

জাতীয় পার্টির তিন মন্ত্রীর আসন শূন্য ঘোষণার দাবিতে লিগ্যাল নোটিশ

নাটোর প্রতিনিধি

জাতীয় পার্টির তিনজন মন্ত্রীর আসন শূন্য ঘোষণা করে সেখানে উপনির্বাচনের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম. ইউসুফ আলী । আজ ১১ মার্চ জাতীয় সংসদের স্পিকার বরাবর পাঠানো লিগ্যাল নোটিশে দাবি করা হয় ,  সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় পার্টির তিনজন এমপি দলীয় স্বিদ্ধান্তের বিরুদ্ধে  গিয়ে সরকারের মন্ত্রীসভায় এখন পর্যন্ত থেকে যাওয়ায় তাদের সংশ্লিষ্ট সংসদীয় আসন শূন্য হয়ে গেছে।  

সঙ্গত কারণেই সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় স্পিকারের দায়িত্ব হচ্ছে বিষয়টি অনতিবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রেরণ করা । যাতে করে প্রধান নির্বাচন কমিশমনার বিষয়টি বিবেচনা করে তাদের স্ব স্ব সংদীয় আসন শূন্য ঘোষণা করে প্রয়োজনীয় গেজেট নোটিফিকেশন জারি করতে পারে।

 

সম্পর্কিত খবর