সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

উদ্ধারকৃত স্বর্ণের বার [ছবি: নিউজ টোয়েন্টিফোর]

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

ভারতে পাচারকালে সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত থেকে ৫ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ সকালে ওই পাচারকারীকে আটক করা হয়। ধৃতের নাম হাসানুর রহমান (২৩)। সে সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের আবদুল আজিজের ছেলে।

 

এর আগে ৮ মার্চ ভোমরা স্থলবন্দর সড়কের বাদামতলা এলাকা থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার ও কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে ১৪ কেজি রূপা জব্দ করা হয়।  

ভোমরা বিওপির কমান্ডার সুবেদার শফিকুর রহমান জানান, ভারতে পাচারের জন্য চোরাকারবারীদের একটি গ্রুপ সোনার একটি চালান পদ্মশাখরা সীমান্তে নিয়ে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় ৫ পিস সোনার বারসহ চোরাকারবারী হাসানুরকে আটক করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ৬৫ ভরি ১২ আনা।

 

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৮ মার্চ ও আজ মিলিয়ে জব্দকৃত ১৭ পিস স্বর্ণের বার ও ১৪ কেজি রুপার মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।  

 

শাকিলা/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর