সুনামগঞ্জে বাঁধের কাজে গাফিলতি, প্রকল্প প্রধান আটক

সুনামগঞ্জে বাঁধের কাজে গাফিলতি, প্রকল্প প্রধান আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

ফসল রক্ষা বাঁধের কাজে গাফিলতির অভিযোগে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের দেখার হাওরের ২৯ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি আরশ আলীকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।  

আজ বিকেলে ওই  বাঁধ এলাকা থেকে তাকে আটক করেন দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুনুর রশিদ। আটককৃত আরশ আলী পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তার বাড়ি ইউনিয়নের কারারাই গ্রামে।

 

আরশ আলীর ওই প্রকল্পটির দৈঘ্য ৮৮৫ মিটার। যেটি বাস্তবায়নের জন্য বরাদ্দ ছিল ১৬ লাখ ৮৩ হাজার ৩৪১ টাকা। এই প্রকল্পটির কাজে শুরু থেকেই অভিযোগ ছিল। বাঁধটি সঠিকভাবে বাঁধ নির্মাণ করা হচ্ছে না এবং নানা ধরনের অনিয়ম হচ্ছে মর্মে ইউএনও’র কাছে লিখিত অভিযোগও করেছিলেন এলাকাবাসী।

সেই অভিযোগ আমলে নিয়ে রোববার দুপুরে বাঁধ থেকে আরশকে আটকে করে পুলিশে সোপর্দ করা হয়।  

দক্ষিণ সুনামগঞ্জের ইউএনও হারুনুর রশিদ বলেন, ‘আরশ আলীর বাঁধের কাজের গতি নেই। তাই তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের (১৫ মার্চ) মধ্যে কাজ শেষ করতে পারবে মর্মে অঙ্গীকারনামা দিলে কাজের সুযোগ করে দেওয়া হবে। যদি কাজ শেষ করার অঙ্গীকার না করে তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে। ’

 

বুরহান/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর