মারা গেলেন ক্যাপ্টেন আবিদও

ক্যাপ্টেন আবিদ

মারা গেলেন ক্যাপ্টেন আবিদও

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নেপালের ত্রিভুবন বিমান বন্দরের কাছে দুর্ঘটনার শিকার ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহকারী পাইলট প্রিথুলা রশিদ নিহত হয়েছেন দুর্ঘটনার সময়ই। তবে বেঁচে ছিলেন ক্যাপ্টেন আবিদ সুলতান। তবে এবার তিনিও চলে গেলেন না ফেরার দেশে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান ক্যাপ্টেন।

তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে ইউএস বাংলা কর্তৃপক্ষ।

রাজধানীর বারিধারায় অবস্থিত ইউএস বাংলার করপোরেট অফিসে দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউএস বাংলা’র গণসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘আমরা কাল জানিয়েছিলাম ক্যাপ্টেন আবিদ ক্রিটিক্যাল অবস্থায় বেঁচে আছেন। কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম তিনি আর বেঁচে নেই। ’

সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম বলেন, ‘আহতদের হাসপাতালে চিকিৎসা এবং লাশ বহনের খরচ ইউএস বাংলা বহন করবে।

লাশের তথ্য ও পরিচয় নির্ধারণ করার জন্য আমাদের আরও কিছু সময় দিতে হবে। ’

তিনি বলেন, সৈয়দপুরে দুর্ঘটনায় যে এয়ারক্রাফট ছিল, এটা সেই এয়ারক্রাফট নয়। এর আগেও নেপালের এই এয়ারপোর্টে ৭০টি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ত্রিভুবনে এয়ারক্রাফট দুর্ঘটনার ঘটনা নতুন নয়। ’

কামরুল ইসলাম বলেন, ‘কন্ট্রোল টাওয়ারের সঙ্গে পাইলটের কথোপকথনের যে অডিও বের হয়েছে, সেখানে কন্ট্রোল টাওয়ারের কিছু মিস-গাইডেন্স দেখেছি আমরা। আমরা তদন্তের পর সঠিক কারণ পুরোপুরি  বলতে পারবো। প্রাথমিকভাবে আমরা বুঝতে পেরেছি—ক্যাপ্টেনের এখানে কোনও দোষ নেই। কারণ, তার ৭০০ ঘণ্টারও বেশি ফ্লাইট পরিচালনা এবং এই এয়ারপোর্টে শতাধিক ল্যান্ডিংয়ের নজির আছে। ’

সম্পর্কিত খবর