সিরিয়ায় হামলার হুমকি দিল আমেরিকা

নিকি হ্যালি।

সিরিয়ায় হামলার হুমকি দিল আমেরিকা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে সিরিয়ায় একক সিদ্ধান্তে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে আমেরিকা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সোমবার মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি এ হুমকি দেন।

জাতিসংঘে নিযুক্ত হ্যালি বলেছেন, সিরিয়া সংকট মোকাবেলায় নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে ওয়াশিংটন একাই পদক্ষেপ নেবে। সিরিয়ার পূর্ব গৌতায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপনের পর তিনি এসব কথা বলেন।

হামলাকে প্রাধান্য দিচ্ছি না জানিয়ে নিকি হ্যালি বলেন, আমরা এই পথকে প্রাধান্য দিচ্ছি না। কিন্তু বাধ্য হলে আমরা তা করতে প্রস্তুত আছি।

তিনি বলেন,  ২০১৭ সালে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত একটি বিমানঘাঁটিতে হামলা চালায় আমেরিকা। আমেরিকা সব সময় পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত।

এদিকে সিরিয়ার সরকার ও তার মিত্ররা বলছে, সিরিয়ায় সন্ত্রাসীদের বাঁচাতেই আমেরিকা যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করছে। কারণ সিরিয়ায় আমেরিকা সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদকে বলেছেন,  পূর্ব গৌতা ও এর বাইরে এখনও সহিংসতা চলছে। এসব এলাকায় ত্রাণ কার্যক্রমও ঠিকমতো চালানো যাচ্ছে না বলে তিনি জানান।

সম্পর্কিত খবর