একরাম হত্যায় ৩৯ জনের ফাঁসি

একরাম হত্যায় ৩৯ জনের ফাঁসি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলায় ৩৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রধান আসামি স্থানীয় বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী মিনারসহ ১৬ জন খালাস পেয়েছেন।

মঙ্গলবার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হক এ রায় দেন।  

১৩ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হক এ রায়ের দিন ধার্য করেন।

একই সময় তিনি সকল আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র জানায়, এ মামলার এজাহারভুক্ত ৫৬ আসামির মধ্যে বর্তমানে ১৪ জন কারাগারে, ২৩ জন জামিনে ও নয়জন জামিনে গিয়ে পলাতক ও ১০ জন ঘটনার শুরু থেকে পলাতক রয়েছেন। এ ছাড়া র‌্যাবের ক্রসফায়ারে একজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৪র’ ২০ মে ফেনীর জেলা শিল্পকলা একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে।

এ ঘটনায় তার বড় ভাই রেজাউল হক জসিম ৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

সম্পর্কিত খবর