নাটোরে পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন

নাটোরে পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন

নাটোর প্রতিনিধি

‌‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে শুরু হলো পরিবার পরিকল্পনা মেলা।  

আজ সকালে দুই দিন ব্যাপি আয়োজিত এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আজিজুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলি (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, মোহনা টিভির নাটোর জেলা প্রতিনিধি রাশেদুল ইসলামসহ প্রমুখ।

news24bd.tv

আগামীকাল সন্ধ্যায় পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।

সাধারণ মানুষের মাঝে ছোট পরিবারের ধারণা উন্মেষ, বাল্য বিবাহ ও কৈশোরে গর্ভধারণের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বিশ বছরের পরে গর্ভধারণ , দুটি সন্তান জন্মদানের মাঝে বিরতির সুফল সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা, স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতেই এই মেলার আয়োজন।

নাসিম/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর