মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি

সরকারি চাকুরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে মাদারীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। আজ সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিদ্যমান কোটা পদ্ধতিতে কিছু বিধান পরিবর্তন করে নতুন নিয়ম অন্তর্ভুক্তির দাবি করেন চাকরিপ্রার্থীরা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- কোটার হার ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে আনা, কোটার বিপরীতে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য থাকা পদসমূহে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা, কোটার কোনো বিশেষ নিয়োগ পরীক্ষা নয়, সরকারি চাকুরির ক্ষেত্রে সবার জন্যে অভিন্ন সময়সীমা ও চাকুরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার বাতিল করা।

মানববন্ধন কর্মসূচি পালনের পর মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে  ৫ দফা দাবির একটি স্মারকলিপি প্রদান করে সাধারণ শিক্ষার্থী ও চাকুরি প্রত্যাশীরা।  

রিজভী/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর