জিততে হলে টাইগারদের চাই ১৭৭ রান

জিততে হলে টাইগারদের চাই ১৭৭ রান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

=================

ভারত → ১৭৬ রান, ৩ উইকেট, ২০.০ ওভার

রোহিত ৮৯, রায়না ৪৭, ধাওয়ান ৩৫, কার্তিক ২*

রুবেল ২৭/২

==================

নিদাহাস ট্রফির ৫ম ম্যাচে বাংলাদেশকে ১৭৭ রানের কঠিন লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত।  বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৬ রান জমা করে টিম ইন্ডিয়া।

ভারতের পক্ষে সবোর্চ্চ ৮৯ রানের ইনিংস খেলেন দলপতি রোহিত শর্মা।

আগের তিন ম্যাচে নিষ্প্রভ রোহিত আজ ঠিকই জ্বলে ওঠেন। ৬১ বলে ৫টি করে চার-ছক্কায় ইনিংসটি সাজান তিনি।  দ্বিতীয় সবোর্চ ৪৭ রান এসেছে মারকুটে সুরেশ রায়নার ব্যাট থেকে। ওপেনার শিখর ধাওয়ান করেন ৩৫ রান।

আগের ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে এ ম্যাচেও যথারীতি ব্যর্থ বাংলাদেশের বোলিং লাইন আপ।  ক্রিজে থিতু হয়ে মুস্তাফিজ-মিরাজ-রনিদের ওপর রীতিমতো তাণ্ডব চালান রোহিত-রায়নারা।  

বাংলাদেশের পক্ষে উইকেটের দেখা পেয়েছেন কেবল রুবেল হোসেন। বল হাতে ২ উইকেটের পাশাপাশি ইনিংসের অন্তিম বলে রোহিতকে রান আউট করেন তিনি।  

 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর